চট্টগ্রাম মেডিকেল ল্যাবের রিপোর্ট এখন মিলবে অনলাইনে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি রিপোর্ট এখন থেকে অনলাইনে পাবেন রোগীরা। নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য দিয়ে রিপোর্ট দেখা যাবে।

শনিবার (২১ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচলক বলেন, আজ থেকে ল্যাবরেটরির রোগ নির্ণয়ের রিপোর্ট অনলাইনে সাবমিট হবে। রোগীর রোগ নির্ণয় রিপোর্ট কিউআর কোড, মোবাইল, নির্দিষ্ট ওয়েবসাইট www.cmch.info—এই তিন মাধ্যমে রোগী তাদের রিপোর্ট দেখতে পাবেন।

জানা গেছে, রোগ নির্ণয় পরীক্ষার ফলাফল অনলাইনে দেখার জন্য, সাধারণত সংশ্লিষ্ট ল্যাবরেটরি বা হাসপাতালের ওয়েবসাইটে একটি অনলাইন পোর্টাল থাকে। সেখানে রোগীরা তাদের পরীক্ষার আইডি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফলাফল দেখতে পারেন। এছাড়া কিছু ক্ষেত্রে মোবাইল অ্যাপের মাধ্যমেও পরীক্ষার ফলাফল দেখা যেতে পারে।

রোগ নির্ণয় পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। সেগুলো হলো—যে ল্যাবরেটরি বা হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটে সাধারণত ‘ফলাফল’, ‘অনলাইন ফলাফল’ বা ‘রোগীর লগইন’ নামে একটি বিভাগ থাকে। সেখানে ক্লিক করে অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। অথবা যদি কোনো মোবাইল অ্যাপ থাকে, তবে সেটি ডাউনলোড করে নিতে হবে।

আইডি, জন্ম তারিখ বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে প্রয়োজনীয় তথ্য দিয়ে, এরপর পরীক্ষার ফলাফল দেখা যাবে।

কিছু ক্ষেত্রে পরীক্ষার ফলাফল সরাসরি রোগীর নিবন্ধিত ইমেইল আইডিতেও পাঠানো হতে পারে। যদি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে কোনো সমস্যা হয়, তাহলে সংশ্লিষ্ট ল্যাবরেটরি বা হাসপাতালের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা চাইতে পারবে রোগী।

ল্যাব ইনচার্জ শুভাশীষ বড়ুয়া জানান, লাইনে দাঁড়িয়ে রোগীদের রিপোর্ট নেওয়ার দিন শেষ হলো। কোনো রোগী রোগ নির্ণয় করতে দেওয়ার পর রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে তা অনলাইনে সাবমিট করা হবে। আমরা সবসময়ই চাই, আমাদের ল্যাব রোগীসেবায় সবোর্চ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm