চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পরকীয়া প্রেমের জেরে আকিব নামে এক প্রবাসীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রবাসীর স্ত্রীর প্রেমিক সাইফুলকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে নিহতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুরাতন চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আকিবের (৩২) লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদার আলী হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির। তিনি বলেন, ‘এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক এবং স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
নিহতের পরিবার জানায়, কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকার সাইফুল নামে এক যুবকের সঙ্গে আকিবের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান হয়নি।
আকিবের বন্ধুরা জানান, তিনি শান্ত স্বভাবের ভালো মানুষ ছিলেন। কিছুদিন পরই আবার প্রবাসে যাওয়ার কথা ছিল। স্ত্রীর পরকীয়া সম্পর্ক ধরা পড়লেও আকিব একাধিকবার ক্ষমা করেছিলেন। কিন্তু প্রেমিক সাইফুল নেশাগ্রস্ত ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তার প্রভাবে আকিবের স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।
বন্ধুরা আকিব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, একজন ভালো মানুষকে বিশ্বাসঘাতকতার বলি হতে হয়েছে। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।
জেজে/ডিজে