মধ্যরাতে চট্টগ্রামে জলদস্যুদের আস্তানায় সেনাবাহিনীর হানা, ২ শর্টগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে দুটি শর্টগান ও ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার শ্রীপুর খরণদ্বীপের জ্যোষ্ঠপুরা এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানিয়েছে, উপজেলার শ্রীপুরে জলদস্যুদের গোপন আস্তানার খবর পেয়ে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের সেনাবাহিনীর বোয়ালখালী ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলছেন, সম্প্রতি জলদস্যু একটি চক্র এলাকায়, কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালাচ্ছিল। চক্রের সদস্যদের ধরতে, অভিযান চলমান থাকতে, বললেন তিনি।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, কয়েকদিন ধরে একটি জলদস্যু চক্র এই এলাকায় কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছিল। তাদের ধরতে এ অভিযান চালানো হয়। অভিযানে দুটি শর্টগান ও ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

জব্দ করা মালামাল গুলি বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm