চান্দগাঁওয়ে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. দিদার (৩২), মো. রায়হান উদ্দিন জাবেদ (২০), মো. আরমান ওরফে ছনু মিয়া (২৫), মো. সাকিব (২৩), মো. তাহসিন ওরফে রিপন ওরফে জিকু (২৪), মো. সুমন (২৪), আব্দুল খালেক (৩৮) ও মো. রিয়াজ (৩২)।

ওসি আফতাব উদ্দিন বলেন, অভিযানে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm