চট্টগ্রামের খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল করেছেন। ওই সড়কের পাশেই চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়। সেখানে দামপাড়া পুলিশ লাইনসও অবস্থিত।
জানা গেছে, সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের এমএম আলী রোডের মুখে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল শুরু করেন। তাদের হাতে একটি ব্যানার ছিল, যেখানে লেখা ছিল, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নামও উল্লেখ ছিল।
মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয় অতিক্রম করে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে একটি পুলিশ গাড়ি দেখা দেয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই মিছিলের ভিডিও ফেসবুকে দ্রুত ভাইরাল হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন। এ সময় তারা স্লোগান দেন ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
এদিকে মিছিলের কয়েক ঘন্টা পর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়ে এক সাংবাদিক তার দৃষ্টি করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামে না শুধু আজকে ঢাকায়ও মিছিল হয়েছে। তাদের অনেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের আওতায় আনার পরেও অনেকে কিন্তু জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি এরা যেন আর সহজে জামিন না পায়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, প্রচুর মিছিল হবে। কিন্তু এই মিছিল তখন হবে না। তখন সবাই মিছিলের জন্য বেরিয়ে যাবে, অনেক মিছিল হবে কিন্তু এখন যারা ছোটখাটো মিছিল করে এগুলো হবে না।’