চট্টগ্রামের লোহাগাড়া ঝোপে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও স্বর্ণ নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ডাকাত দম্পতি। তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত দেড়টার দিকে উপজেলার লোহাগাড়া থানার আধুনগর খাসমহল এলাকায় মান্নানের মুদির দোকানের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাত দম্পতি হলেন—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা মো. মনজুর আলম (৫২) ও তার স্ত্রী হাছিনা বেগম (৪০)। বর্তমানে তারা পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হিমছড়িপাড়া এলাকায় বসবাস করেন।
এর আগে ১৯ জুন সকালে চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ৪ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি টিপ ছুরি, ২টি চাকু, ১টি লোহা কাটার কাঁচি, ২টি শাবল, ২টি ধারালো দা, ১টি টর্চলাইট, নগদ ১৬ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, একটি পোর্টেবল হার্ডডিস্ক এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার ডাকাত দম্পতি ওই ডাকাত দলের সদস্য। তারাও পটিয়ার ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন।
পুলিশ জানায়, চুনতি বাজার এলাকায় যাওয়ার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের আধুনগর খাসমহল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্বপাশে জনৈক মান্নানে একটি মুদি দোকানের সামনে ফাকা জায়গা একজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি করা হয়।
এসমযয় মো. মনজুর আলমকে তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর রাখা কাঁচা সবজির নিচে ২টি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) এবং হাছিনা বেগমের তার ডান হাতে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে ৫ রাউন্ড চায়না গুলি, ১ভরি ৭পয়েন্ট স্বর্ণ, ১ ভরি ১২আনা ৩ পয়েন্ট ইমিটেশন গহনা, নগদ সাড়ে ৪৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, মনজুর আলম তার সহযোগী অন্যান্য ডাকাত দলের সদস্যদের সহায়তায় বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে এবং গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানা এলাকায় একটি বসত বাড়িতে ডাকাতি করেছিল। ডাকাতি শেষে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে অস্ত্র-গুলি, স্বর্ণালংকার ও টাকা আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। শনিবার সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় এসব নিয়ে যাচ্ছিল তারা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।
ডিজে