মিয়ানমার থেকে ৩ কোটি টাকার ইয়াবার চালান নাইক্ষ্যংছড়িতে, রোহিঙ্গা যুবকসহ আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এসব মাদকের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানা গেছে।

আটক রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ শহীদ (১৯)। তিনি উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-৮ (ইস্ট) এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে।

শনিবার (২১ জুন) ভোরে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জামালের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, ঘুমধুম বিওপির সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অবস্থান নেয়।

এসময় এক ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারি সঙ্গে থাকা ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মাদকদ্রব্য আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm