বাঁশখালীর ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামালের অপসারণ চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

বুধবার (২৭ আগস্ট) সকালে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন কামাল সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। মানববন্ধনে এলাকাবাসীরা দাবি করেন, এই চেয়ারম্যান বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর চার দেহরক্ষীর মধ্যে অন্যতম একজন। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ আমলে বিভিন্ন মন্ত্রী-এমপিদের ব্যবহার করে এলাকায় দোর্দণ্ড প্রতাপ চালিয়েছিল। কোনো পেশা ছাড়া কোটি কোটি টাকার মালিক হয়ে যান। সাধারণ মানুষকে নানামুখি জুলুম-নির্যাতন করে প্রকাশ্যে তাণ্ডব চালাতেন। বাঁশখালীর সকল আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও তিনি প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে বসে চেয়ারম্যানগিরি চালাচ্ছেন।

তারা আরও বলেন, বাঁশখালীর ১৪ ইউনিয়নের পরিষদের ১১ জনকে অপসারণ করলেও এই আওয়ামীলীগ নেতাকে অপসারণ করা হয়নি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm