চট্টগ্রামের সন্দ্বীপে শিউলি আকতার নামে এক গৃহবধূকে জবাই করে হত্যাচেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার ১২ ঘণ্টা আগে নির্জন সড়কে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়।
শিউলি আকতার (৪৫) রহমতপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দইল বাড়ির মশিউর রহমান বেলালের স্ত্রী। মশিউর রহমান বেলাল সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার (৪ জুন) ভোরে ৪টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। শিউলি আকতার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শিউলি আকতারের প্রতিবেশীরা জানান, শিউলি আকতার ভোরে নামাজ পড়ার জন্য অযু করতে ওঠে ঘরের পাশে টিউবওয়েলে যান। ওযু শেষ করে ঘরে ঢুকার সময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। একজন সন্ত্রাসী তার চুল ধরে টেনে গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দিয়ে চলে যায়। শিউলি আকতারের শব্দ শুনে তার পঞ্চম শ্রেণী পড়ুয়া বড় ছেলে বের হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে সে চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে ডাকে। বাড়ির লোকজন ছুটে এসে জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সন্দ্বীপ থানায় জানান।
পরে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে শিউলি আকতারকে উদ্ধার করে স্থানীয় সন্দ্বীপ মেডিকেল সেন্টার হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
মশিউর রহমান বেলালের ছোট ভাই শিপন মাহমুদ বলেন, আমরা দুই ভাই বাড়িতে থাকি না। পুরুষশূন্য ঘরে আমার বৃদ্ধ মা, আমার স্ত্রী ও আমার ভাবি শিউলি আকতার আর ছোট বাচ্চারা থাকেন। সন্ত্রাসীরা ৫/৬ জন ছিল। তাদের সবার মুখে কালো টুপি পড়া ছিল। তাই তাদের শনাক্ত করা যায়নি। তবে ধারণা করছি, তারা আমাদের জানাশোনা হবে। টাকা পয়সা না পাওয়ায় আমার ভাবীকে জবাই করে হত্যা করতে চেয়েছিল। ভাবিকে (শিউলি আকতার) চট্টগ্রাম মেডিকেলে আনার পর গলায় অপারেশন করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী বলেন, শিউলি আকতারের ঘটনা শুনে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি।
এদিকে এই ঘটনার প্রায় ১২ ঘণ্টা আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে প্রবাসী শিপন কোম্পানিকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। এর আগে গত ১৯ মে মগধরা ইউনিয়ন রিফাত নামের এক কিশোর খুন হয়।
২৭ মে রাতে মুছাপুর ইউনিয়নে মিনারা বেগম নামে এক গৃহবধূকে ঘরে ঢুকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ডিজে