পুলিশ কনস্টেবলের পকেটে মিললো ১০ হাজার ইয়াবা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবলের পকেটে মিললো ১০ হাজার পিস ইয়াবা। তিনি কক্সবাজারের উখিয়া থেকে মোটরসাইকেল করে চট্টগ্রামের দিকে আসছিলেন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদ পেয়ে লোহাগাড়া থানার পুলিশ তাকে আটক করে

মনির উখিয়ার বালুখালী এলাকার আকরাম উল্লাহর ছেলে।

উখিয়ার বালুখালী এলাকার স্থানীয়রা জানান, কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি যখনই বাড়িতে আসতেন, তখনই ইয়াবা নিয়ে যেতেন বলে লোকমুখে শোনা যেতো। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করত না। এবার লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ে তার আসল চেহারা প্রকাশ পেল।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm