চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম, আগস্টে ‘বিশেষ ছাড়’

চট্টগ্রাম নগরীর চকবাজারে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল ব্র্যান্ড ‘ট্রান্সকম ডিজিটাল’।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চকবাজারের উর্দু গলি সংলগ্ন কাপাসগোলা রোডে শোরুমটি উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে ৩১ আগস্ট পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে প্রতিটি পণ্যে। এছাড়া রয়েছে ৫ শতাংশ স্পেশাল ডিসকাউন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শহিদুল ইসলাম, হেড অফ বিজনেস রিতেশ রঞ্জন এবং অন্যান্য কর্মকর্তারা।

নতুন এ শো-রুমে এক ছাদের নিচে ট্রান্সকমের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক ছাড়াও রয়েছে হিটাচি, হাইয়ার, ওয়ারফুল, স্যাফরানসহ বিভিন্ন ব্র্যান্ডে টেলিভিশন, মাইক্রো ওভেন, এয়ারকন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিনসহ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের সব ধরনের জিনিস পাওয়া যাবে।

প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ট্রান্সকম ডিজিটাল দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবা দিয়ে। চট্টগ্রামের এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রে নতুন শোরুম উদ্বোধন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী হবে। আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করবে।

হেড অফ বিজনেস রিতেশ রঞ্জন বলেন, বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাজারগুলোর একটি হচ্ছে চট্টগ্রাম। চকবাজারের নতুন শোরুমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে নিয়ে যাচ্ছি বিশ্বমানের প্রযুক্তি, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা। এই সম্প্রসারণ আমাদের গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm