৫০ লাখ চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে সিনেমার মতো গোলাগুলি

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃ্ত্তরা। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা ও থানা-পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে ১০টা ৪৩ মিনিটে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু তিনি চাঁদা দেননি। এরপর বুধবার সকালে তার বাড়ি লক্ষ্য করে কয়েকজন যুবক গুলিবর্ষণ করে। ধারণা করা হচ্ছে, চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল করে ছয়জন অজ্ঞাত যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে নামেন। এরপর তারা বাড়ির ভেতরে যান। সেখানে গিয়ে বাড়ি জানালা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জাহাঙ্গীর আলমের বাড়ির গেট খোলা ছিল। এরপর চারজন যুবক মাস্ক পড়ে গেট দিয়ে প্রবেশ করে বাড়ির সামনে দাঁড়ায়। তাদের তিনজনের হাতে ছিল পিস্তল। এর মধ্যে নীল টি-শার্ট পড়া দুইজন ও নীল শার্ট পড়া এক যুবক পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত সটকে পড়ে। তাদের দুইজনের মাথায় টুপি ছিল।

পুলিশ আরও জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীর ওই পরিবার বাড়িতে থাকেন না।’

তিনি আরও বলেন, ‘১৫ দিন আগে হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে ওই ব্যবসায়ীকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। কিন্তু তিনি ওই ঘটনা পুলিশকে বলেননি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm