স্টাইল, বিউটি আর ট্রেন্ড নিয়ে চট্টগ্রামে ঈদ ফেস্ট শুরু ১৫ মে

চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে ১৫ মে থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ঈদ-উল-আজহা ফেস্ট। ‘মেকআপ শেকআপ বাই জুহি চৌধুরী’-এর আয়োজনে এই ঈদ উৎসবের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে রূপা ফ্যাশনস।

এই মেগা ইভেন্টে বিউটি বাফেট বিউটি সেলুন সেলুন পার্টনার, হামানদিস্তা স্কিনকেয়ার পার্টনার এবং মিতা রহমান বিউটি প্রোডাক্ট পার্টনার হিসেবে থাকছে। মেকআপ পার্টনার ফ্রেন্টিকা, ইভেন্ট পার্টনার এক্টিভ ইভেন্ট ওয়েডিং প্ল্যানিং, ফটোগ্রাফি পার্টনার তাসবির, ডেলিভারি পার্টনার আবদার, ডিজিটাল মার্কেটিং পার্টনার টপ-নচ ডিজিটাল, বেভারেজ পার্টনার সান-কুইক এবং সিনেমাটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে মাস্টার অব চট্টগ্রাম।

আয়োজক জুহি চৌধুরী জানান, এই ফ্যাশন ফেস্টে ঢাকাসহ চট্টগ্রামের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন, যেখানে দেশি-বিদেশি কালেকশনের পোশাক ও পণ্যে সাজানো ৬০টিরও বেশি স্টল থাকবে। মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্যও থাকছে নানা আয়োজন।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল, যেখানে প্রবেশ একেবারে ফ্রি—সব বয়সের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm