লালখানবাজারে বিএনপি অফিসে ভাঙচুর-লুটপাট, আহত৩, গুলি চালানোর অভিযোগ

চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ৩ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালখানবাজারে বিএনপি অফিসে ভাঙচুর-লুটপাট, আহত৩, গুলি চালানোর অভিযোগ 1

শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে হাই লেভেল রোডের মমতা ক্লিনিকের পাশে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের জেরে লালখান বাজার ওয়ার্ড বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। অফিসের চেয়ার-টেবিল, জানালার কাঁচ ও দেয়ালে টাঙানো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আশপাশের কয়েকটি দোকানেও লুটপাট হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।

তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর জেরে বহিরাগতরা এসে হামলা চালায়। স্বপন, রিপন ও কায়সারসহ ১৫-২০ জন দোকান ও অফিসে ভাঙচুর করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্বপন নামে একজন গুলি ছোড়ে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, একটি দোকানে কোমল পানীয় কেনা নিয়ে এক কিশোর ও দোকানদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ থেকেই উত্তেজনা বাড়ে এবং মারামারি শুরু হয়।

এদিকে ওসি আফতাব হোসেন জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm