শোকর-এ মওলা মনজিলের সাংগঠনিক কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামের মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় ‘সাংগঠনিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়।

শুক্রবার (৩০ মে) দুপুর ৩টায় শোকর এ মওলা মনজিল মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. আজমের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মো. শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক লিমিটেড মানিকছড়ি শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন ও সংগঠনের সহ-সভাপতি, ফটিকছড়ি বলিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ গোফরান উদ্দীন।

কর্মাশালায় সংগঠনের সদস্যদের মধ্য থেকে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থীকে সংগঠন পরিচালনার নিয়ম-নীতি, কৌশল, দাপ্তরিক কর্মকাণ্ড, নথিপত্র লিখন ও সংরক্ষণ, প্রচার প্রচারণার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক বিভিন্ন সময়ে দেওয়া সাংগঠনিক নীতিমালা ও আইন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm