সেনাবাহিনীর খাদ্য লুটের চেষ্টা, ১৭ টন ডালসহ দুই প্রতারক ধরা বাকলিয়ায়

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডাল আত্মসাতের সময় চট্টগ্রামের বাকলিয়ায় ট্রাকচালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৭ টন ৫০০ কেজি প্যাকেটজাত মসুর ডাল উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর খাদ্য লুটের চেষ্টা, ১৭ টন ডালসহ দুই প্রতারক ধরা বাকলিয়ায় 1

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে নগরীর চাক্তাইয়ে এ অভিযান চালায় বাকলিয়া থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার দু’জন হলেন—বগুড়া জেলার কাহালু থানার খিয়ার ভূগইল এলাকার বুলু প্রামাণিকের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার শিমুলবাড়ির মো. আইজ উদ্দিনের ছেলে মো. আজম মিয়া (৩০)।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকলিয়া থানার চাক্তাই নতুন রাস্তার মো. জসিমের গুদাম থেকে ১৭ টন ৫০০ কেজি মসুর ডাল এবং আত্মসাৎ কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৬৫৫) উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৩ মার্চ রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডালের চালানটি বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ডালচালানটি বগুড়া ক্যান্টনমেন্টে না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে চট্টগ্রামের চাক্তাই এলাকায় নিয়ে আসেন।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm