খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসন সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। শনিবার জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। তিনি জানান, পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কায় এই আদেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন রাতে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে জেলায় চলছে বিক্ষোভ ও উত্তেজনা।
বুধবার পুলিশ সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ‘জুম্ম ছাত্র-জনতা’ আধাবেলা সড়ক অবরোধ করে। শনিবারও একই দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ পালন করা হচ্ছিল, এমন সময় ১৪৪ ধারা জারির ঘোষণা আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।