আকবরশাহে দুটি বাইকে দুর্বৃত্তের আগুন, চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রাম নগরীর আকবরশাহে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দুই ভুক্তভোগীর অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

সোমবার (৯ জুন) আকবরশাহর ফিরোজশাহ কলোনি কবরস্থান গলিতে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার ফিরোজশাহ কলোনি কবরস্থান গলিতে হাফিজুল ইসলাম ও মোহাম্মদ মুরাদের মোটরসাইকেলে ১০-১২ জন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে দেয়।

ভুক্তভোগীদের অভিযোগ আজিম ও নিজাম নামে দুই সহোদর ১০-১২ জনকে সঙ্গে নিয়ে গাড়িতে আগুন দেয়। তারা আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিয়েছে।

আরও জানা গেছে, আকবরশাহের মহিলা দল নেত্রী আনোয়ার বেগমের ছেলে অভিযুক্ত আজিম ও নিজাম। তারা দু’জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেন আজীম। তিনি বলেন, ঘটনার বিষয়টি শুনেছি, তবে আমি ঘটনাস্থলে ছিলাম না।

এ বিষয়ে জানতে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহসানের মুঠোফোনে একাধিক বার কল দিয়েও কোনো সাড়া মেলেনি।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm