চট্টগ্রামের পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাথুয়া গ্রামের বজল আহমদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবুল ফয়েজ।
নিহতরা হলেন—মোহাম্মদ নাছির উদ্দীন (৫৮) ও তার ভাতিজা মো. আরিয়ান (১৫)। আরিয়ান ওই এলাকার আয়াজ উদ্দিন বাহারের বড় ছেলে।
জানা গেছে, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আরিয়ান। সোমবার চাচা নাছির উদ্দীন ভাতিজা আরিয়ানকে সাঁতার শিখাতে নিয়ে যান বাড়ির পুকুরে।
সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। এসময় আরিয়ান পানিতে ডুবে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে পানির নিচে চাচা নাছির উদ্দীনও ডুবে যায়।
কিছুক্ষণ পর পানিতে চাচা-ভাতিজার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে এসময় চিকিৎসক চাচা-ভাতিজাকে মৃত ঘোষণা করেন।
ডিজে