চন্দনাইশে এলডিপি’র ঈদ পুনর্মিলনী

চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) বিকালে পৌরসভার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র আইয়ুব কুতুবী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহাম্মদ নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলমসহ পৌরসভা এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm