চকবাজারে ডাস্টবিন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চকবাজারেরর চন্দনপুরা এলাকার একটি ডাস্টবিন থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) নগরীর চন্দনপুরা এলাকার এক্সেস রোডের মুখে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধের নাম আবুল হাশেম হাছু। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নওশাদ নামে এক স্থাণীয় বাসিন্দা জানান, আবুল হাশেম অবিবাহিত ছিলেন। এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায়ই তিনি ঘর থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। একইভাবে রোববার বাসা থেকে বের হলেও আর ফেরেননি তিনি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, ডাস্টবিন থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও শরীরে তেমন কোনো আঘাত দজনিত ক্ষত পাওয়া যায়নি। তবে পায়ে একটা ক্ষত ছিল। অনুমান করা হচ্ছে, সেটি আগের।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm