আমিরাতে বাংলাদেশকে নিয়ে আগ্রহ বাড়ছে, বিনিয়োগে প্রস্তুত রাস আল খাইমাহ চেম্বার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বহুমাত্রিক বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী সংগঠন রাস আল খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে চেম্বার চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি বাংলাদেশের উদ্যোক্তাদের আমিরাতে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

সোমবার (১২ মে) আরব আমিরাতের রাস আল খাইমাহ চেম্বার ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আগ্রহের কথা জানান চেম্বার চেয়ারম্যান। এ সময় দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, “বাংলাদেশের সিরামিক, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, পাট ও কৃষিজাত পণ্য এবং হালাল মাংস প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। আমিরাতি উদ্যোক্তারা এসব খাতে অংশগ্রহণ করলে উভয় দেশই লাভবান হবে।”

তিনি চেম্বার চেয়ারম্যানকে নিজ নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান, যাতে সরেজমিনে দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়া যায়।

চেম্বার চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি বৈঠকে বলেন, “আমিরাতের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। রাস আল খাইমাহ চেম্বার ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।”

তিনি জানান, চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

বৈঠকে কনসাল জেনারেল রাশেদুজ্জামান বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগ-সহায়ক নীতিমালার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের অধীনে যে নীতি গ্রহণ করা হয়েছে, তা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সহায়ক। এই সুযোগ কাজে লাগিয়ে রাস আল খাইমাহর উদ্যোক্তারা বাংলাদেশে লাভজনক বিনিয়োগ করতে পারেন।”

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাস আল খাইমাহ চেম্বারের অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র অর্থনীতিবিদ আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান।

সংশ্লিষ্টরা বলছেন, আমিরাতের শক্তিশালী বাণিজ্য সংগঠন রাস আল খাইমাহ চেম্বার যদি বাংলাদেশে বিনিয়োগে অগ্রসর হয়, তাহলে দুই দেশের অর্থনীতি আরও ঘনিষ্ঠভাবে জড়িত হবে, এবং উভয়েরই লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm