তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ‘চট্টগ্রাম প্রতিদিন’ কার্যালয় পরিদর্শন এবং সম্পাদক ও প্রকাশকের সঙ্গে মতবিনিময় করেছেন।
সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টালসমূহ সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে তারা এই সফরে আসেন। চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক পূর্বকোণ ও সুপ্রভাত বাংলাদেশসহ মোট ছয়টি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয় পরিদর্শন করেন তারা।
শনিবার (১৭ মে) বিকেলে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার এসএম আব্দুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম চট্টগ্রাম নগরীর জামালখানে ‘চট্টগ্রাম প্রতিদিন’ কার্যালয় পরিদর্শন করেন। চট্টগ্রাম প্রতিদিনের কর্মীরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানান।
প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব হোসেন, তথ্য কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, মো. আমিনুল ইসলাম এবং আশরাফুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী প্রমুখ।
মতবিনিময়কালে উপপ্রধান তথ্য অফিসার এসএম আব্দুর রহমান বলেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর ক্ষতিকর প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। তিনি আরও বলেন, এ বিষয়ে গণমাধ্যমগুলোর সঙ্গে তথ্য অধিদফতর আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।