রাষ্ট্রদোহ ও আইনজীবী সাইফুল হত্যা মামলায় সাবেক ইসকন সদস্য ও সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দু’দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। এসময় চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি।
রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীনের আদালত এই আদেশ দেন।
৩০ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। কিন্তু জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তার মুক্তি আটকে যায়।
আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, রাস্ট্রদোহ ও সাইফুল হত্যা মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে আদালত দুই মামলায় দু’দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদি হয়ে কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়েছিল। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ৬ মে পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা চারটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখায় (শ্যোন অ্যারেস্ট) আদালত।