চট্টগ্রাম নগরীর খুনশীর জিইসিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ভবনের নিচে জমে থাকা পানি বিদ্যুতায়িত হলে তারা সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৮ মে) দুপুরে জিইসির এমএম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে তাদের লাশ পাওয়া যায়।
তবে পুলিশ বলছে, শনিবার মধ্যরাতে জমে থাকা পানি বিদ্যুতায়িত হলে তারা মারা গেছে।
নিহত দু’জন হলেন—মো.রবিউল (১৪) ও মো. তৈয়ব (৪৫)। রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে এবং তৈয়ব মীরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে।
চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে বৃষ্টি হলে ওই ভবনের নিচে পানি জমে যায়। সেই পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। পানির সংস্পর্শে এসে রবিউল ও তৈয়ব মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
দু’জনের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। তাদের স্বজনরা এলে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
আরএ/ডিজে