চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 1

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ২টার দিকে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এর কিছুক্ষণ পরই সড়কে অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সড়কে দেখা দেয় তীব্র যানজট।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরী করেছে। রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। শিক্ষা উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে। এমন মর্মান্তিক ঘটনার পরও শিক্ষাসচিব পরীক্ষা নেওয়ার চিন্তা করেছেন। তিনি শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা ভাবেননি। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং ঘটনার ন্যায়বিচার চাই।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, শিক্ষা বোর্ডের সামনে এসে বিক্ষোভ করেছে বেশ কিছু শিক্ষার্থী। তাদের আলোচনা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা লিখিতভাবেও কিছু জানায়নি আমাদের। আলোচনার জন্যও রাজি হয়নি। কিছু সময় অবস্থান করে পরে তারা চলে যায়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm