কুরিয়ারে খালি বস্তার বান্ডিলে ইয়াবার চালান, কারবারি আটক হালিশহরে

চট্টগ্রাম থেকে ইয়াবার চালান যাবে ঢাকা। সে অনুযায়ী খালি বস্তার বান্ডিলের ভেতরে বিশেষ কায়দা প্যাকেট করা হয় ইয়াবাগুলো। এরপর বস্তাসহ পাঠাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করেন মাদক কারবারি। কিন্তু ঢাকা পৌঁছানোর আগেই গোপন সংবাদ পেয়ে এবং সিসিটিভি ফুটেজ দেখে ইয়াবা উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে আটক করা হয় মাদক কারবারিকে।

বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টা ২০ মিনিটে নগরীর কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন।

আটক ব্যক্তির নাম মো. নুর হাসান ওরফে বিজয়। কক্সবাজার পৌরসভার কলাতলী মোড়ের পুরাতন এয়াপোর্ট এলাকার জাহেদ হোসেনের ছেলে। তিনি নগরীর হালিশহর ২ নাম্বার লেইনে ভাড়া বাসায় থাকেন। তবে তার ছদ্মনাম ‘বিজয়’।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একজন ইলেকট্রিক মিস্ত্রি, যিনি ‘বিজয়’ নামে পরিচিত। সিসিটিভি ফুটেজ ও মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর সাদা পোশাকে অভিযানে নামে তারা। অবশেষে রাত ২টার দিকে হালিশহর আই ব্লকের ২ নম্বর লাইনের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস থেকে আমরা ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছি। বিজয় এই ইয়াবাগুলো ঢাকায় জুনায়েদ নামে একজনের কাছে পাঠাচ্ছিল। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে।

তিনি আরও বলেন, তাদের বড় একটি চেইন (চক্র) রয়েছে। আমরা আটক আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রটাকে আইনের আওতায় নিয়ে আসব।

এএএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm