বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ সামরিক মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ চট্টগ্রামে শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আনুষ্ঠানিকভাবে মহড়ার কার্যক্রম শুরু হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মোট ২৪২ জন সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য রয়েছেন।
মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার অংশ নিচ্ছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
অনুশীলনে অংশগ্রহণকারীরা উদ্ধার অভিযান (মেডিভ্যাক), জঙ্গলে টিকে থাকার কৌশল, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্র ও বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমে প্রশিক্ষণ নেবেন। এছাড়া প্যারাসুট ও লিটার রিগিং, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি) এবং দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনার মতো জটিল ক্ষেত্রেও অনুশীলন হবে।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন ঘোষণা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞরা স্থানীয় জনগণকে সেবা প্রদান করবেন, যা দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।