টেকনাফে পুকুর থেকে বস্তাবন্দি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুকুর থেকে বস্তাবন্দি বিপুল পরিমাণ গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি গ্রেনেডের ডেটোনেটর। এছাড়া পুকুরপাড়ে ছড়িয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে ২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় মদ।

শনিবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন টেকনাফ স্টেশন এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় টেকনাফ থানার দমদমিয়া এলাকার নেচার পার্কে।

অভিযান চলাকালীন পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে পানির নিচে একটি বস্তা শনাক্ত করা হয়। পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর। এছাড়া পুকুরপাড়ে ছড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায় ২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় মদ।

কোস্টগার্ড জানায়, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm