দ্রুততম মানব চট্টগ্রামের মারুফ, জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে জেলায় ছয় পদক

চট্টগ্রাম জেলার অ্যাথলেট মো. মারুফ হাসান জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় (২০২৫) দেশের দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন। শনিবার ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ১০০ মিটার দৌড়ে মাত্র ১১.১০ সেকেন্ডে দৌড়ে স্বর্ণপদক জয় করেন তিনি।

দ্রুততম মানব চট্টগ্রামের মারুফ, জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে জেলায় ছয় পদক 1

মারুফ শুধু ১০০ মিটারেই থেমে থাকেননি, একই দিনে ২০০ মিটার দৌড়ে বালক বিভাগের প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদকও নিজের ঝুলিতে তুলেন।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় জুনিয়র বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের জন্য দ্বিতীয় দিনটি ছিল বেশ সফল। এদিন আরও চারটি পদক অর্জন করে দলটি।

কিশোর বিভাগে ২০০ ও ৪০০ মিটার দৌড়ে দুটি ব্রোঞ্জ পদক জেতেন মিনহাজুল ইসলাম। এর আগের দিন, বালিকা বিভাগে উচ্চ লাফে ১.৫৩ মিটার লাফিয়ে রৌপ্য পদক অর্জন করেন পূর্ণা চাকমা। এছাড়া ৪×১০০ মিটার রিলে দৌড়ে মারুফ হাসান, ইউলিয়াম ত্রিপুরা, মিনহাজুল ইসলাম ও মাইনুল ইসলাম সমন্বয়ে গঠিত চট্টগ্রাম জেলার রিলে দলটি রৌপ্য পদক জয় করে।

সর্বমোট একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ ছয়টি পদক নিয়ে এবারের আসর শেষ করেছে চট্টগ্রাম জেলা দল।

দলের ম্যানেজার ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুল বারী এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক জাতীয় অ্যাথলেট ও ক্রীড়া সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল।

শুক্রবার দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব উল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm