শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা অনুষ্ঠান

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে নগরীর চট্টেশ্বরী শ্রীশ্রী কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ ও মহানগর শাখার উদ্যোগে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা অনুষ্ঠান 1

প্রার্থনা সভায় পূজারি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ চক্রবর্তী এবং কৃষ্ণ চক্রবর্তী।

চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু বড়ুয়ার সভাপতিত্বে এই সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব বাপ্পি দে।

প্রার্থনা সভায় অতিথি হিসেবে সংগঠনটির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সুকান্ত তালুকদার জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ, চট্টগ্রাম মহানগর কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী বিল্লু, সুব্রত আইস, ইঞ্জিনিয়ার পমপম বড়ুয়া, সমর বড়ুয়া, কল্যাণ ফ্রন্ট বায়েজিদ থানা আহ্বায়ক মিটন রবি দাশ, চট্টগ্রাম মহানগর কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক, জীবন মিত্র রাজ, রাজিব বিশ্বাস, রুবেল কুমার নাথ, বিশ্বনাথ প্রতাপশীল, রানা চৌধুরী, সম্রাট কুমার নাথ, সৌরভ বিশ্বাস, দুর্জয় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের নেতারা বলেন, শহীদ জিয়া অসাম্প্রদায়িক একজন নেতা ছিলেন। তিনি শিখিয়ে গিয়েছেন মানুষেন কল্যাণে কাজ করার জন্য। বিগত সরকারের আমলে আমরা প্রকাশ্যে শহীদ জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করতে পারি নাই। শহীদ জিয়া দেশে সকল ধর্মকে সমান মর্যাদা দিয়েছেন। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন, কিভাবে সকল ধর্মকে সম্মান করতে হয়। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন, কিভাবে মানুষের পাশে থাকতে হয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে এসেছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm