পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এয়াকুব আলীর মতবিনিময়

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, শিল্পপতি এম এয়াকুব আলী পটিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে নগরীর চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি পটিয়াকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা উন্মোচন করেন।

এম এয়াকুব আলী বলেন, আমার লক্ষ্য শুধু দলের এমপি হওয়া নয় বরং সকল দলের, সকল শ্রেণি-পেশার মানুষের এমপি হয়ে কাজ করা। নির্বাচিত হলে পটিয়াকে মাস্টারপ্ল্যানের মাধ্যমে সাজানো হবে। যেখানে অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্য সেবা, কর্মসংস্হান সৃষ্টি ও শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক আরও বলেন, পটিয়াকে বন্দরনগরী চট্টগ্রামের গেটওয়ে হিসেবে ব্যবহার করে একটি আধুনিক নগর মডেল গড়ে তোলা হবে। যেখানে থাকবে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন, বাণিজ্যিক কেন্দ্র, সবুজায়ন এবং নদী ও খাল পুনঃউন্নয়ন প্রকল্পের মতো বাস্তবসম্মত সময়োপযোগী পদক্ষেপ।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে পটিয়া সংসদীয় আসনে আমি মনোনীত হয়েছিলাম। তবে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক অস্থিরতার কারণে সেই নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। এরপর থেকেই আমি ব্যবসা, সমাজসেবা ও দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছি।

মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক ডা. রিজওয়ান আজাদ,  গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদের জামান উপস্থিত ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm