চট্টগ্রামের পটিয়ায় বর্ষাকালে রিকশাচালকদের সুরক্ষা নিশ্চিত করতে রেইনকোট বিতরণ করেছে গাজী কে ডি ফাউন্ডেশন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় ফাউন্ডেশনের উদ্যোগে এসব রেইনকোট বিতরণ করা হয়।
রিকশাচালকদের হাতে রেইনকোট তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এটিএম ফাউজুল কবির, আশরাফ ইফতি, সাজিদ বিন দিদার, মোহাম্মদ ছায়েদ হামিদ রিয়াদ, হেলাল, সাব্বির, মোজাম্মেল, তারেক, আজিজ, জোনায়েদ।
গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, সমাজের অসহায় ও পরিশ্রমী মানুষের কল্যাণে গাজী কেডি ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। রিকশাচালকরা যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের বর্ষায় সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের জন্যই এ রেইনকোট বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে রিকশাচালকরা বর্ষার সময় নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন।
এসময় বৃষ্টির মধ্যে রেইনকোট পেয়ে উপকৃত রিকশাচালকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্ষার ভোগান্তি অনেকটাই কমবে বলে জানান তারা।
ডিজে