চট্টগ্রামে চিকিৎসায় নতুন দিগন্ত, ক্যান্সার নির্ণয়ে বিশ্বমানের হাই-টেক ল্যাব চালু

চট্টগ্রামে উন্নত চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন হলো। আধুনিক প্রযুক্তিনির্ভর হিষ্টোপ্যাথলজি ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ল্যাবরেটরি চালুর মাধ্যমে সিএসসিআর দেশের দক্ষিণাঞ্চলে জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল। এই ল্যাবের মাধ্যমে ক্যান্সারসহ গুরুতর রোগের নির্ভুল নির্ণয় এখন চট্টগ্রামেই সম্ভব হবে, যা রোগীদের জন্য সময় ও ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামের কপার চিমনি রেস্টুরেন্টে এ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম ও ডা. তারেক শামসের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসসিআর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের হিস্টোপ্যাথলজি বিভাগের প্রধান ডা. ফরিদা আরজুমান। তিনি ‘ডায়াগনস্টিক এক্সিলেন্স ইন চিটাগাং’ শীর্ষক প্রবন্ধে চট্টগ্রামে বিদ্যমান রোগ নির্ণয় ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, সিএসসিআরের নতুন ল্যাব সংযোজন এই অঞ্চলের ডায়াগনস্টিক সুবিধাকে এক ধাপ এগিয়ে নেবে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামে উচ্চপ্রযুক্তি সম্পন্ন ল্যাব স্থাপন রোগীদের জন্য বড় স্বস্তি এনে দেবে। এখন আর জটিল পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় কিংবা বিদেশে ছুটতে হবে না। শহরের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগকে আমরা সর্বাত্মক সহায়তা করব।’ তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও সভায় জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন সিএসসিআরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এটি শুধু চট্টগ্রামের নয়, পুরো দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, নবনির্মিত ইউনিটটি পাঁচজন অভিজ্ঞ হিষ্টোপ্যাথলজিস্টের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি রিপোর্ট টিউমার বোর্ডের অনুমোদন সাপেক্ষে সরবরাহ করা হবে। ক্যান্সার নির্ণয়ে স্টেজিংসহ অন্যান্য জটিলতা চিহ্নিত করতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বিশেষ সহায়ক হবে। তারা আরও জানান, শিগগিরই জাতীয় পর্যায়ের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং সুবিধা চালু করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন অধ্যাপক ডা. এম.এ. কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আহমেদসহ আরও অনেকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm