চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইনে তালা কেটে দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার মধ্যরাত ৩টার দিকে ভাটিখাইন পাল পাড়া এলাকার ‘কাজল স্টোর’ একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটিখাইন ইউনিয়নের পালপাড়া এলাকার কাজল দেথর মালিকানাধীন ‘কাজল স্টোর’র তালা কেটে ভেতরে প্রবেশ করে কবির নামে এক চোর। দোকান থেকে বিভিন্ন মালামাল বের করে একটি রিকশায় তুলছিলেন তিনি। এসময় দোকানের মালিক কাজল দে বিষয়টি টের পেয়ে বেরিয়ে আসেন। তিনি তালা কাটা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের ডাক দিলে সবাই মিলে কবিরকে ধরে ফেলেন। পরে তাকে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন তারা।
শনিবার সকালে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর কবিরকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক ছিলেন। এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি তোলেন তারা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, চুরির ঘটনায় আটক চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিজে