ফটো এরিনা উদযাপন করলো বিশ্ব ফটোগ্রাফি দিবস

ফটো এরিনা বাংলাদেশ চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় অবস্থিত ওয়ান’স অউন প্লাটফর্মে মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ফটোওয়াক এবং ফটোআড্ডার আয়োজন করেছে। ফটোআড্ডার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটোজার্নালিস্ট রাজেশ চক্রবর্তী।

ফটো এরিনা উদযাপন করলো বিশ্ব ফটোগ্রাফি দিবস 1

সংগঠনটি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ‘চিত্রভাষা পড়তে শিখি’ শীর্ষক দেশব্যাপী ৬০টি সংগঠনের যৌথ আয়োজনের একাত্মতা ঘোষণা করেছে।

ফটোসাংবাদিক রাজেশ চক্রবর্তী আড্ডার মাধ্যমে ফটোসাংবাদিকতার বিভিন্ন দিক ও ফটোগ্রাফি নিয়ে ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং উপস্থিতদের সঙ্গে সৃজনশীল আলোচনা করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় উপস্থিত সকলের নৈশভোজের মাধ্যমে। এ সময় ফটো এরিনার প্রতিষ্ঠাতা সুব্রত দে উল্লেখ করেন, এই ধরনের আয়োজন আলোকচিত্রশিল্পের সঙ্গে চট্টগ্রামের উদীয়মান আলোকচিত্রীদের সংযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য জয় দে, স্টিয়ারিং সদস্য সৌরভ বড়ুয়া, অনিশ পাল, পিয়াল ধরসহ আরও অনেকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm