চট্টগ্রাম নগরীর ইপিজেডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাশেদা ‘পাঠাও’ রাইডারের মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিল। যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পেছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়।
স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই আরিফুল ইসলাম।
আইএমই/ডিজে