বৈরী আবহাওয়ার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করে চারটি ফ্লাইট।
শনিবার (৩১ মে) বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এ ঘটনা ঘটে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফ্লাইট চারটি মধ্যে শারজাহ-ঢাকা রুটের এয়ার এরাবিয়ার ফ্লাইট ৫১৪ চট্টগ্রামে অবতরণ করে বিকাল ৪টা ৩৩ মিনিটে।
কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইট এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট-৪৪৬ চট্টগ্রামে অবতরণ করে ৪টা ৩২ মিনিটে।
রাজশাহী-ঢাকা রুটের ইউএস-বাংলা ফ্লাইট-বিএস১৬৪, চট্টগ্রামে ডাইভার্সন করা হযলে অবতরণ করে ৪টা ৪৭ মিনিটে।
সৈয়দপুর-ঢাকা রুটের ইউএস-বাংলা ফ্লাইট বিএস-১৮৮, চট্টগ্রামে ডাইভার্সন করা হলে অবতরণ করে ৫টা ১৫ মিনিটে।
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এই ফ্লাইটগুলো ঢাকায় ফিরে যাবে, যদি কন্ট্রোল টাওয়ার, বিমানবন্দর ঘোষিত আবহাওয়া অনুকূল থাকে।
আইএমই/ডিজে