রামুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, ২ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। তাৎক্ষণিক নিহতদেরর পরিচয় পাওয়া যায়নি। এ সময় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারের সামনের অংশ।

রোববার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর স্বপ্নতরী পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ঢাকা থেকে প্রাইভেট কারে কক্সবাজার আসার পথে মারসা বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এঘটনায় পুলিশ কাজ করছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm