আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার চলে যান চোখের পলকেই, সেবা পান না রোগীরা

দুদকের অভিযানে মিললো সত্যতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের ডাক্তাররা সময়ের আগেই চলে যান। এছাড়া বন্ধ রাখা হয় জেনারেটর ও এক্স-রে মেশিন। এসব অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে ডাক্তারদের সময়ের আগে চলে যাওয়ার সত্যতা মিলেছে। তবে এক্স-রে মেশিন ও জেনারেটর বন্ধ রাখার কারণ হিসেবে বাজেট সংকটের কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর একটি টিম হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে অভিযানের টিম লিডার সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু বলেন, বিভিন্ন সময় সংবাদমাধ্যমগুলোর সংবাদের ভিত্তিতে হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে আজকের এই অভিযান। আমরা সবকিছু পরিদর্শন করে দেখলাম। আউটডোরের চিকিৎসকরা নিয়মের আগেই চলে যাওয়ার বিষয়ে সত্যতা পেয়েছি। তাছাড়া বাজেট সংকটের কারণে জেনেরেটর এবং বিভিন্ন ব্যয়বহুল এক্সরে না করার বিষয়েও আমাদের জানানো হয়েছে। এবিষয়ে লিখিতভাবে রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্মকতাদের জানানো হবে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগগুলোর মধ্যে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে। আর কিছু বিষয় আমার জানা ছিল না, সেসব আজ জানতে পারলাম। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক আবুল হাসান, জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm