সমুদ্রনগরীর কক্সবাজারে শুরু হয়েছে চট্টগ্রামের বনজৌর রেস্টেুরেন্টের দ্বিতীয় শাখার নির্মাণকাজ। দ্রুতসময়ের মধ্যে কাজ শেষে করে ব্যাংকুয়েট হল, জুস বার, কফিশপসহ বড় পরিসরে হাজির হবে ভোজনরসিকদের সামনে।
বুধবার (১৪ মে) কক্সবাজারের কলাতলীতে নিজস্ব জায়গায় দ্বিতীয় শাখার গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান করেন বনজৌর ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ কর্মকর্তারা।
নোভো ইনক স্টুডিওওয়ার্কস লিমিটেডের কুতুবুদ্দিন ইউসুফ কাপাডিয়া প্রধান আর্কিট্যাকচারাল পরিকল্পনায় আছেন। এছাড়া ফাইভ স্ট্যান্ডার্ড কিচেন সেটআপ এবং কার্যকর ফুড ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যানিং ও বাস্তবায়নে আছেন ফাটিন রিলাইভ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু নাঈম।