চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন অনুমোদিত সংগঠন ‘সিএমপি কারাতে ক্লাব’র ছাত্রছাত্রীদের বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৩ ছাত্রছাত্রীকে প্রদান করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন ইনডোর স্পোর্টস কমপ্লেক্স বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি বলেন, পিতা-মাতা অনেক কষ্ট করে তোমাদের সফলতার জন্য। এজন্য তাদের কথা শুনতে হবে, মানতে হবে। তবেই দেশ ও জাতির জন্য তুমি সফলতা বয়ে আনতে পারবে। লেখা পড়ার পাশাপাশি কারাতে চর্চায় চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন সবসময় তোমাদের সঙ্গে আছে।
এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ মোছা. লতা পারভীন।
কৃতি ছাত্রছাত্রীদের বেল্ট পরিয়ে দেন সিএমপি কারাতে ক্লাবের চিফ কোচ শিহান কাউসার আহমেদ।
অনুষ্ঠানে ৭৩ জন সফল কারাতে ছাত্রছাত্রীদের নতুন গ্রেডের বেল্ট প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের কারাতে প্রদর্শনী উপভোগ করেন শতাধিক অভিভাবক ও দর্শকমণ্ডলী।