চকবাজারের ‘মিষ্টিমুখ’ খাবার রাখে নোংরা পরিবেশে, লাখ টাকা অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ‘মিষ্টিমুখ’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল।

অভিযানে দেখা গেছে, কারখানার চারপাশে নোংরা পরিবেশ। মিষ্টি রাখা হয়েছে অস্বাস্থ্যকর জায়গায়। খাদ্যকর্মীদের কারও শরীরে ইউনিফর্ম নেই, পণ্যের গায়ে নেই কোনো লেবেল। পাশাপাশি কারখানার সনদ ও লাইসেন্সও বৈধভাবে প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানে কর্মরতরা।

ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মানুষের জন্য মারাত্মক ঝুঁকি। তাই জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm