নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ–পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। কীভাবে তিনি সেখানে গেলেন এবং মৃত্যুর কারণ কী—তা তদন্তে বেরিয়ে আসবে।’
নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ‘মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, একদিন আগে মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে একটি লেখা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে মেইল করেন। এরপর ১০টার দিকে বনশ্রীর কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। পরে আর তাঁর খোঁজ মেলেনি।
জানা গেছে, মালিবাগের ফরচুন মার্কেটের সামনে থেকে তিনি একটি মোটরসাইকেলে উঠেছিলেন।
এ বিষয়ে উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘সিসিটিভি ফুটেজে তাঁকে একটি বাইকে উঠতে দেখা গেছে। বাইকটি শনাক্ত করতে পারলেই তদন্তে অগ্রগতি হবে।’
এর আগে বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে ঋত সরকার রমনা থানায় নিখোঁজের জিডি করেন। একই রাতে তাঁর ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে লেখেন, ‘আমার দাদা প্রতিদিনের মতো সকাল ১০টায় অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু তিনি অফিসে যাননি, কারও সঙ্গেও দেখা হয়নি। রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি।’