চট্টগ্রামের সন্তান, সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নকীব খানের ক্যারিয়ারের ৫০ বছর উদযাপন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি) উদ্যোগে আগামী ২৩ আগস্ট (শনিবার) বিকাল সাড়ে ৪টায় ঢাকার শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। বর্ণাঢ্য এ আয়োজনে সংগীতাঙ্গনের একঝাঁক তারকা শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকরা উপস্থিত থাকবেন।
টিজেএফবি’র নির্বাহী সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এসব তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে নকীব খান নিজ কণ্ঠে সংগীত পরিবেশন করবেন। এছাড়া পাশাপাশি তারকা তাকে শ্রদ্ধা জানিয়ে দেশের বরেণ্য শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, গীতিকাররা করবেন স্মৃতিচারণ, গাইবেন গান।
নকীব খান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সন্তান। ১৯৬০ সালের ১৮ মার্চ উপজেলার চুনতি ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আইয়ুব খান ও মায়ের নাম আক্তার জাহান খান।
শিক্ষাজীবনে চট্টগ্রামের কাজেম আলী স্কুল থেকে মাধ্যমিক, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে স্নাতক শেষ করেন।
নকীব খান কিশোর বয়সেই ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত হন। ‘বালার্ক’ নামে ব্যান্ডে গায়ক ও পিয়ানোবাদক হিসেবে সঙ্গীতাঙ্গণে আত্মপ্রকাশ ঘটে তার। এরপরে ১৯৭৪ সালে যোগ দেন ‘সোলস্’ ব্যান্ডে। এরপর থেকেই তার নিজের কথা ও সুরে গান তৈরি করা শুরু হয়।
সোলস্ ব্যান্ডে এক দশক কাটিয়ে চট্টগ্রাম থেকে তিনি চলে যান ঢাকায়। এরপর ১৯৮৫ সালে গড়ে তোলেন ‘রেনেসাঁ’ নামে একটি ব্যান্ড।
১৯৯৩ সালে ‘তৃতীয় বিশ্ব’ নামে দ্বিতীয়, ১৯৯৮ সালে ‘৭১-এর রেনেসাঁ’ নামে তৃতীয় এবং ২০০৪ সালে ‘একুশ শতকের রেনেসাঁ’ নামে চতুর্থ গানের অ্যালবাম প্রকাশিত হয়।
নকীব খানের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ক্লোজআপ ওয়ান থিম সং ‘যদি লক্ষ্য থাকে অটুট’।
ডিজে