চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ জুন) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী এবং খুলশী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াপাড়া চৌদ্দশত এলাকার আহম্মেদ রাসেলের ছেলে নাইমুর রহমান (৩২) এবং ভোলা জেলার মনপুরা উপজেলার চর ফয়েজ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাহরুপ হোসেন (১৯)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেলের মালিকদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
জেজে/ডিজে