চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শ্রমিকরা ট্রাক থেকে সিলিন্ডার নামাচ্ছিলেন। এ সময় এক কর্মচারীর সিগারেটের আগুন থেকে লিক হওয়া গ্যাসে আগুন ধরে মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে গুদাম ও আশপাশে থাকা শ্রমিকদের গ্রাস করে।
দগ্ধদের মধ্যে আছেন গুদামের মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭) এবং মোহাম্মদ সালেহ (৩৩)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ জানান, সবার শ্বাসনালী পুড়ে গেছে, তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গুদামে ৩০০টিরও বেশি সিলিন্ডার মজুদ ছিল। কীভাবে সিগারেটের আগুনে এত বড় দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দগ্ধ সবাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।