ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার তিনজন হলেন—ভোলা জেলার নুর মোহাম্মদ বেপারীর ছেলে মো. জসিম (৩৩), আনোয়ারার গুনদীপপাড়ার মৃত বদিউল আলমের ছেলে মো. ইলিয়াছ ওরফে লেদু (৩৫) এবং বন্দর এলাকার আক্তার আহম্মদের ছেলে আরমান হোসেন ওরফে তুষার (২৮)।

অভিযানে তাদের কাছ থেকে একটি ধারালো দা ও পাঁচটি লোহার রড উদ্ধার করে পুলিশ।

ওসি আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm