চট্টগ্রামের বোয়ালখালীতে চলন্ত ট্রেন থেকে ১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই বগি রেখেই ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
শনিবার (২৬ জুলাই) ৩টার দিকে উপজেলার গোমদন্ডী স্টেশন এলাকায় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’র বগি বিচ্ছিন্ন হয়।
রেল বগির দায়িত্বে থাকা মো. তাওসিফ জানান, বগির জয়েন্টের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছিল ক্যান্টিন বগি, ১০/১৫ যাত্রী ছিল তাদেরকে অন্য বগিতে তুলে দেওয়া হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানালী স্টেশন থেকে ইঞ্জিন এসে তারপর নিয়ে যাবে।
গোমদন্ডী স্টেশন মাস্টার আনোয়ার বাবু বলেন, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস বিকাল ৩টা ১০ মিনিটে গোমদন্ডী স্টেশন পার হতেই চলন্ত ট্রেনে শেষের বগিটি বিছিন্ন হয়ে গেলে অন্য বগিতে যাত্রীদের উঠানো হয়। পরে ট্রেন বগি রেখে চলে যায়। যাত্রীদের কোনো হতাহত বা কোনো অসুবিধা হয়নি।
ডিজে